Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যাবস্থা

রাণীশংকৈল উপজেলা থেকে জয়কালী মাদ্রাসা মোর এবং উত্তরে পুরানা ইউনিয়ন পরিষদ রাজ বাড়ী  পর্যন্ত ২.৫০ কিমি পাকা রাস্তা পার হইয়া দোশিয়া বড় বাড়ী ও পানিশালা পৃকুর এর পাশ দিয়া  ৩.০০ কিমি কাচা রাস্তা রিক্সা/ভ্যান/অটোরিক্সা যোগে আমজুয়ান বটতলার নিকট নতুন ইউনিয়ন পরিষদ ভবনে আসা যায়।

 

অত্র ইউনিয়নের রাস্তা ঘাট

 

পাকা রাস্তা: অত্র ইউনয়নে জয়কালী বাজার হইতে পূর্বে ৫কিমি কাতিহার হাট হয়ে বাংলাগড়ের নিকট বাচোরের সীমানা পর্যন্ত পাকা রাস্তা। জয়কালী হইতে উত্তরে এবি ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তা। মাধবপুর প্রাথমিক বিদ্যালয় হইতে বিষ্ণপুর জোস্না মার্কেট হয়ে লেহেম্বা ইউনিয়নের সীমানা গোগর চৌরাস্তা পর্যন্ত পাকা রাস্তা। চোপড়া বাজার হইতে বুড়িপুকুর হাফিজ এম,পি মহোদয়ের বাড়ী হয়ে গুয়াবাড়ি পুরতন সেন্টার এর পাকা রাস্তা পর্যন্ত পাকা রাস্তা। এছাড়াও মহেশপুর (মীরডাঙ্গী বাজার) হইতে ভাংবাড়ী, সুন্দরপুর, বাজেবকসা হয়ে গুয়াগাঁও চৌরঙ্গী হয়ে কাতিহার বাজার পর্যন্ত রাস্তাটি পাকা করণ করা হইয়াছে। এবি ফুলবাড়ী হইতে আমজুয়ান খানকাহ শরীফ, নতুন পরিষদ হয়ে চোপড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি পাকাকরন হয়েছে। রাজবাড়ী হইতে পূর্বে নতুন পরিষদ হয়ে চোপড়া বালিয়াডাঙ্গী পর্যন্ত রাস্তাটি পাকা। গুয়াগাঁও হইতে বাচোর আলসিয়া পর্যন্ত রাস্তাটি পাকা।

 

কাচা রাস্তা: বাচোর আলসিয়া হইতে বাচোর ইউনিয়নের শেষ সীমান্ত বাংলাগড় পাকা রাস্তা পর্যন্ত কাচা রাস্তা।

বাজেবকসা সুধীরের দোকান হইতে হইতে বাজেবকসা হাট হয়ে ভাংবাড়ী ফুটানী বাজার পর্যন্ত কাচা রাস্তা।