ঈদ আনান্দ আয়োজন উপলক্ষে অত্র ৫নং বাচোর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শ্বে পানিশালা পুকুড় নামক স্থানে এক হাঁস খেলার আয়োজন করা হয়। হয়তো এই খেলাটি অনেকের কাছে এই খেলাটি নতুন মনে হলোও এটি একটি পুরানা খেলা। এখেলায় একটি হাঁস পানিতে ছেড়ে দিতে হয়। যারা এ খেলা খেলতে ইচ্ছুক তারা ২০ টাকার বিনিময়ে একটি টিকিট ক্রয় করে পানিতে ছেড়ে দেওয়া হাঁসটি ধরতে হয়। কমপক্ষে ২০ জনের অধিক খেলোয়ার একসাথে জমা হলে প্রতিযোগীতা শুরু হয়। যে প্রথমে হাঁসটি ধরতে পারবে সেই হাঁসটি নিতে জয়ী হবে। এভাবে ৮ টি পুরুষ দলের প্রতিযোগীতা হয়। সব শেষে ২টি মহিলা দল এখেলায় অংশগ্রহণ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস