Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাচোর ইউনিয়ন

এক নজরে ৫নং বাচোর ইউনিয়ন পরিষদ

 

৫নং বাচোর ইউ,পি অফিসটি প্রথমত বৃহত্তম বাচোরগ্রামে তদানিমত্মন পঞ্চায়েত প্রধান হেবকলাল রায়ের বাড়ীতে নিজস্ব বৈঠকখানায় অফিসটি বসে। পরবর্তীতে এই অফিসটির বাচোর নামে পরিচিতি লাভ করে। অতপর স্বাধীনতার পূর্বে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট দেশভাগের পর ১৯৬৫ সালে সহোদর গ্রামের রাজবাড়ী নামক স্থানে ইউ,পি ভবনের ভিত্তি প্রসত্মর স্থাপিত হয় ও দীর্ঘদিন যাবৎ অফিসের কার্যক্রম চলিতে থাকে যাহা ৫নং বাচোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আ: রহিম সাহেব স্থাপিত করেন। অত:পর ২০১০ইং সালে সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো:আজিজুল ইসলাম ইউ,পি প্রফুলস্ন কুমার রায়ের অক্লামত্ম চেষ্টায় ১৯-১০-২০১০ ইং সালে মৃত- মেদা মোহাম্মদ এর সমত্মান (১) আলহাজ্ব মো: আ: খালেক, (২) মো:শহিদুল ইসলাম, (৩) মো:আববাস আলী, (৪) মো:আ:মালেক মোহদ্বয় ৫০ শতাংশ জমি সেচ্ছায় / বিনা মূল্যে ৫নং বাচোর ইউ,পির নামে সাব রেজিষ্ট্রি মুলে দান করেন। বর্তমানে ইউ,পি ভবনটি উপজেলা সদর হইতে পূর্বে রাণীশংকৈল বন্দর হইয়া প্রায় সাড়ে ৫.৫ কিলোমিটার উত্তরে বাজেবকসার শেষ সীমানায় চোপড়া বটতলী নামক স্থানে চৌরাসত্মা মোড়ের পশ্চিম দক্ষিণকোনে সাবেক সাংসদ জনাব মো: হাফিজ উদ্দীন আহম্মেদ ১৯-১০-২০১০ইং সালে ভিত্তি প্রসত্মর স্থাপন করেন। যাহা বর্তমানে অফিস হিসেবে ব্যবহৃত হইতেছে। ইউ,পি ভবনটি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অবস্থান করলেও এত্র ইউনিয়ন অফিসটির নাম  ৫নং বাচোর ইউনিয়ন পরিষদ থেকে যায়।

নিচে এই অফিসের ও অত্র এলাকার বিভিন্ন তথ্য দেওয়া গেল :-

 

 

 

 

 

১। ইউনিয়ন পরিচিতিঃ

গ্রাম ভিত্তিক লোক সংখ্যা

ওয়ার্ড নং

গ্রাম

লোকসংখ্যা

০১

ভাংবাড়ী

৫,৫০০

০২

বাচোর

৪,৫০০

০৩

মহেশপুর

১,২০০

পূর্বকালুগাঁও

৮৫০

০৪

সহোদর

২,০০০

দোশিয়া

৩,৩০০

০৫

বাজেবকসা

৪,০০০

আমজুয়ান

২,৫০০

০৬

বকসাসুন্দরপুর

২,০০০

০৭

রাজোর

২,২০০

গোয়াগাঁও

১,৫০০

০৮

মাধবপুর

২,৫০০

০৯

বিষ্ণপুর

২,০০০

চোপড়া

১,২০০

মোট গ্রাম: ১৪টি

৩৫,২৫০

যোগাযোগ ব্যবস্থাঃ

উপজেলা সদর হতে ৫.৫০ কিমি দুরে অবস্থিত বাচোর ইউনিয়ন পরিষদটি। উপজেলা সদর হতে ২.৫০ কিমি পাকা রাসত্মা পার হয়ে ২কিলোমিটারকাচা রাসত্মা পেরিয়েমিনিবাস, মাইক্রো, ভ্যান, অটো যোগেঅত্র ইউ ইউনিয়ন পরিষদে আগমন করা যায়।

দর্শনীয় স্থানঃ

শ্যামরায় মন্দির, বিশবাস মসজিদ, টংক নাথের রাজবাড়ী, আমজুয়ান শাসসিয়া জামে মসজিদ,

হাট-বাজারঃ

কাতিহার হাট, বাচোর হাট, বাকসার হাট, মীরডাঙ্গী বাজার।

২। ইউনিয়ন পরিষদ

১। সাংগঠনিক কাঠামো

অত্র ইউনিয়ন পরিষদের সাংগঠনিক কাঠামোর প্রধান হচ্ছে ইউ,পি চেয়ারম্যান, চেয়ারম্যানের অধিনস্তে রয়েছে ইউ,পি সচিব, সংরক্ষিত আসনের মাহিলা ৩জন মহিলা সদস্য ও ৯জন ইউ,পি পুরুষ সদস্য এবং সচিবের অধিনস্ত রয়েছে গ্রাম পুলিশ, প্রতিটি মহিলা সদস্য এর অধিনে রয়েছে ৩টি করে ওয়ার্ড এবংপ্রতিটি ইউ,পি পুরুষ সদস্য এর জন্য রয়েছে একটি করে ওয়ার্ড।

২। ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ
 

 

গ্রাম পর্যায়ে স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হলো ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের সংবিধানের ৯,১১,৫৯,এবং ৬০ নং অনুচ্ছেদের নির্দেশনা মোতাবেক স্থানীয় শাসন ব্যবস্থার পক্ষ থেকে একটি সেচ্ছাসেবক বাহিনী ইউনিয়ন পরিষদের নির্ধারিত কার্যাবলী  বাস্তবায়নের লক্ষ্যে জনগণের চাহিদা পূরণ ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে থাকে।স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮৩ এর ৩০,৩১,৩২,ও ৩৩ ধারা মোতাবেক ইউনিয়নের বাধ্যতামূলক ১০ টি দায়িত্ব হলোঃ-

১। আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা

২। অপরাধ, বিশৃঙ্খলা, এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা

৩। কৃষি, বৃক্ষরোপন মৎস ও পশুপালন ,স্বাস্থ্য কুটির শিল্প, সেচ, যোগাযোগ

৪। পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো ৫। স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা ৬^। জনগণের সম্পত্তি যথা রাস্তা ব্রিজ কালভাট বাঁধ খাল টেলিফোন বিদ্যুত   ইত্যাদি সংরক্ষণ করা ৭।  ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং  প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।  ৮। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।  ৯। জন্ম-মৃত্য , অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা। ১০। সব ধরনের শুমারী পরিচালনা করা।

 

 

 

৫নং বাচোর ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বৎসরের স্যনিটেশন ব্যবস্থ্যা:

ক্রমিক নং

ওয়ার্ডের নাম

মোট পরিবারের সংখ্যা

ল্যাট্রিন ধারী পরিবারের সংখ্যা

ল্যাট্রিন নাই এমন পরিবারের সংখ্যা

০১

১নং ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ

১০৯৪

৫০০

৫৯৪

০২

২নং ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ

৯২১

৫০০

৪২১

০৩

৩নং ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ

৪০৩

৩৪০

৬৭

০৪

৪নং ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ

৮৭৭

৭২০

১৫৭

০৫

৫নং ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ

১০৯৯

৬৭০

৪২৯

০৬

৬নং ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ

২৯১

১৯০

১০১

০৭

৭নং ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ

৭৭৫

৪৮০

২৯৫

০৮

৮নং ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ

৪৭৯

৩০০

১৭৯

০৯

৯নং ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ

৭০২

৫২০

১৮২

তথ্য সূত্র: ৫নং বাচোর ইউনিয়ন পরিষদ, রাণীশংকৈল।

ক)মোট আয়তন=১৮.৯ বর্গ কি.মি                                               

খ)মোট জনসংখ্যা= ৩৫,২৫০জন

গ)মোট গ্রাম=১৪ টি

ঘ)মোট ওয়ার্ড=০৯ টি

ঙ)পাকা রাস্তার পরিমান = ৬ কিলোমিটার

চ)কাচা রাস্তার পরিমান= ১৫০ কিলোমিটার

ছ) এলজিইডি কর্তৃক পাকা রাস্তা = ১৫ কিলোমিটার

জ)দর্শনীয় স্থান:-রাজবাড়ী/জমিদার বাড়ী,

 শ্যামরায় মন্দির

 মহেশপুর বিশবাঈশ মসজিদ

ঝ) হাট বাজার:-কাতিহার হাট

 বাচোর হাট

 বাজেবকসা হাট

 মীরডাঙ্গী হাট